images

"জ্ঞানহীন প্রকাশ অন্ধ আর প্রকাশহীন জ্ঞান বন্ধ্যা"

শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। শিক্ষা তখন সুশিক্ষা হয়, যখন তা মানব উন্নয়নে এবং জাতির শুভকর্মে ভূমিকা রাখে। আর এই লক্ষ্যে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ক্ষণে আত্মপ্রকাশ করে "হাজীগঞ্জ ডিগ্রি কলেজ"। একবিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে দারুণ স্বপ্নচারী মানুষ আমরা। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা যায় না। যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় তা স্বপ্ন নয় বরং যা আমরা পালন করি, বাস্তবায়নের চেষ্টা করি, লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালাই তাই স্বপ্ন। আমরা স্বপ্ন দেখতে নয়, স্বপ্ন পূরণে বিশ্বাসী, আর এই স্বপ্ন বাস্তবায়নে আমার একটাই পরামর্শ সেটা হচ্ছে লেখাপড়া, লেখাপড়া এবং লেখাপড়া।

সৃষ্টির ঊষালগ্ন থেকে ফুলে ফলে সুশোভিত ধরণী ধীরে ধীরে সেজেছে বিধাতার অকৃপণ আশীর্বাদে। মানুষ এমনি সুন্দর পৃথিবীতে বেড়ে উঠেছে প্রকৃতির অপরিসীম আনুকূল্যে। বিদ্যা অর্জনের জন্য ছুটেছে দূরে বহুদূরে। তারপরও মানুষের জ্ঞান পিপাসার কখনো কমতি হয়নি। শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।

"পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই"

তোমরা যারা স্কুলের গন্ডী পার হয়ে এ কলেজে ভর্তি হয়েছ, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা তোমাদের মন-মনন-মেধাকে শাণিত করে এ কলেজের মুখ উজ্জ্বল করবে, এ আমার প্রত্যাশা। জাতীয় পুরস্কার প্রাপ্ত "হাজীগঞ্জ ডিগ্রি কলেজ" থেকে এ বছর প্রায় অর্ধশত শিক্ষার্থী উচ্চ শিক্ষায় চান্স পাওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। এই কৃতিত্বের দাবীদার এ কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, গভর্নিংবডি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কিছু আলোচিত মানুষ। আমি এই কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।

মোহাম্মদ আনোয়ার উল্যা

উপাধ্যক্ষ,

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর।